আগে তো শুধু বিটিভিতে বাতাবী লেবুর বাম্পার ফলন হতো, এখন সকল মিডিয়াতে বাতাবী লেবুর বাম্পার ফলন হবে

আগে তো শুধু বিটিভিতে বাতাবী লেবুর বাম্পার ফলন হতো, এখন সকল মিডিয়াতে বাতাবী লেবুর বাম্পার ফলন হবে !


 আমি কয়েকদিন আগে একটা কথা বলেছিলাম, আগে তো শুধু বিটিভিতে বাতাবী লেবুর বাম্পার ফলন হতো, 

এখন সকল মিডিয়াতে বাতাবী লেবুর বাম্পার ফলন হবে, কারণ ক্ষমতায়ও ডেমোক্র্যাটরা, আর মিডিয়াও ডেমোক্র্যাটদের। আমেরিকাতে রিপাবলিকানরা ডেমোদের সাথে দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছে। সে হিসেবে রিপাবলিকানরা ডেমোদের সবচেয়ে বেশি চিনে। তাদের ভাষায় ডেমোরা প্রতারণা ফেরি করে বিক্রি করতে পারে, যা অন্য কেউ পারে না। ইউনুসের এক চীন সফর নিয়ে আজকে যা বাতাবী লেবুর বাম্পার ফলন আর প্রতারণার ফেরি করা দেখলাম, তাতে আমি হতবাক। যে বটদের ফেরির দায়িত্ব দেয়া হয়েছে, তারা অনেকেই আসল ঘটনা জানেই না, দায়িত্ব পাইছে ব্যস কাছা তুলে কাজ শুরু করে দিছে। যেমন- অনেকেই জানে না চুক্তি কাকে বলে, আর এমওইউ কাকে বলে। দুটোকে এক করে বড় বড় পোস্ট প্রসব করতেছে। এরপর ধরেন, চীন সফরে যে সমস্ত বিষয় ইউনুসের সাফল্য হিসেবে দেখা হচ্ছে, এগুলো আগেই হয়েছিলো। এবার সফরে বাংলাদেশের রাষ্ট্র প্রধান হিসেবে শুধু ধারাবাহিকতা রক্ষা হয়েছে, কিন্তু সেগুলো ইউনুসের সাফল্য হিসেবে দেখিয়ে মিডিয়া বিষয়টিকে হাস্যকর করে তুলেছে। যেমন- ১. তিস্তা নদীর কম্প্রিহেনসিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন প্রজেক্টে (টিআরসিএমআরপি) চীনা কোম্পানিগুলোর অংশগ্রহণকে স্বাগত জানিয়েছে ইউনুস। কিছু তথ্যও চেয়েছে। এটা কিন্তু নুতন কিছু না। ২০১৯ সালেই এটি নিয়ে বাংলাদেশ-চীন উচ্চ পর্যায়ে সমঝোতা হয় এবং ২০২৩ সালে চীনা প্রতিষ্ঠান ‘পাওয়ার চায়না’র সাথে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। (সূত্র:১) ২. এরপর চীনে ৯৮% শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকারের কথা বলা হচ্ছে। এটাও কিন্তু ৩ বছর আগের বিষয়। (সূত্র:২) ৩. এরপর আম রফতানির কথা প্রচার হচ্ছে। এটা ইউনুসের আগে ২০২৪ সালেই চীনের সাথে চুক্তি হয়েছে। (সূত্র:৩) ৪. এরপর ৪টা জাহাজ কিনতে চীনের ঋণ দেয়াকে ইউনুসের সাফল্য দেখানো হচ্ছে। কিন্তু এটাও ২ বছর আগের খবর। (সূত্র:৪) ৫. এরপর মোংলা বন্দর আধুনিকরণে চীনের ঋণ প্রাপ্তির কথা প্রচার হচ্ছে। এটাও নতুন কিছু না, ২০২৩ সালের খবর। (সূত্র:৫) আমার কথা হচ্ছে, ইউনুস চীনে গেছে নতুন কিছু সাফল্য আসবে এটা স্বাভাবিক। কিন্তু পুরাতন জিনিস নতুন বলে চালিয়ে দেবার মত প্রতারণা করার দরকার কি ? আর সেই প্রতারণা ফেরি করে বাতাবী লেবুর বাম্পার ফলনের কোন মানেই হয় না। পুরো জিনিসটা একটা হাস্যকর ও গুরুত্বহীন করে ফেলেছে। আমি জানি, আমাকে বট বাহিনী আওয়ামীলীগের দালাল, জ্বলে জ্বলে, ভারতের এজেন্ট বলতে চাইবে। কিন্তু আমি আগের পোস্টে আমার অবস্থান পরিষ্কার করেছি। আশা করি সেটা পড়ে নেবেন। (সূত্র:৬) সবাইকে ধন্যবাদ।

No comments

Powered by Blogger.